Blog

Engine not Starting

Friends fixing car broken down on highway  calling for help on mobile phone. Two man friends talking on phone with assistance  for breakdown car problem.
Broken car on highway road trip with friends.

আজ গাড়ির একটি কমন সমস্যা নিয়ে (Vehicle Common Problem) আলোচনা করা যাক। যেই সমস্যাটিতে পড়েন নি এমন খুব কম মানুষ ই আছেন। আর সেটি হল গাড়ি স্টার্ট না নেওয়া। 

অনেক সময়ই দেখা যায় কোন গুরুত্বপূর্ণ কাজে বের হতে হবে ঠিক এমন সময়েই গাড়ি স্টার্ট নিতে চায় না। গাড়িটি তখন আসে পাশের কোন ওয়ার্কশপে  নিয়ে যাবারও সময় থাকে না । তাই এই সময় পড়তে হয় মহা সমস্যায়। তবে সাধারণ কিছু ইনফরমেশন (Information) জানলে এই সমস্যার সমাধান হতেও পারে। কষ্ট করে গাড়িটি ওয়ার্কশপে নিয়ে গিয়ে যদি দেখা যায় খুবই সামান্য কিছু সমস্যা ছিল যা নিজের পক্ষেই সমাধান করা সম্ভব ছিল তাহলে নিজের উপর রাগ হাওয়া টা অস্বাভাবিক না।

তাই জেনে নেয়া যাক ইঞ্জিন স্টার্ট (Engine Start) না হলে সাধারণ ভাবে কি কি চেক করা যেতে পারে।

  • প্রথম কাজ টি হবে, ব্যাটারি চেক ( Bettery Check) করা। ভাল ভাবে দেখতে হবে কোন কানেকশন লুজ বা ঢিলা হয়ে আছে কিনা।
  • ট্যাংক এ জ্বালানি আছে কিনা সেটাও দেখা জরুরি।
  • গাড়িতে বিভিন্ন যন্ত্র পাতি কিন্তু রাখতেই হয়। সেই হিসেবে ১০ নম্বর টি রেঞ্ছ (wrench) টি রাখলে স্পার্ক প্লাগ (Spark Plug) চেক করা যাবে। স্পার্ক প্লাগে কার্বন জমে আছে কিনা তা দেখতে হবে। জমে থাকলে টা পরিষ্কার বা পরিবর্তন করতে হবে।
  • স্পার্ক প্লাগ (Spark Plug) এর গ্যাপ ০.৪ থেকে ০.৬ মিলিমিটার এর মধ্যে সেট করা হয়। যদি এর বেশি হয়ে যায় তাহলে পরিবর্তন করতে হবে।
  • ডিজেল ইঞ্জিন হলে ডিস্ট্রিবিউটর ক্যাপ গুলোর সংযোগ ঠিক আছে কিনা তা দেখতে হবে।
  • ব্যাটারি এর ক্ষেত্রে আরেকটি বিষয় চেক করতে হয়। তা হল দীর্ঘ দিন গাড়ি না চললে ব্যাটারিতে কার্বন জমে যায়। ফলে গাড়ি স্টার্ট নেয় না। তবে খুব সহজেই এর কার্বন দূর করা যায়। তা হল যেই টার্মিনাল এ কার্বন জমেছে সেখানে গরম পানি ঢেলে দিলে সাথে সাথে কার্বন দূর হয়ে যাবে।

এগুলো বেসিক কিছু চেক আপ যা সবার পক্ষেই করা সম্ভব। তবে এগুলো চেক আপ এর পরেও যদি সমস্যা হয়। তাহলে নিকটস্থ ওয়ার্কশপ এ ডাইগোনসিস এর জন্য নিয়ে যেতে হবে।

এছাড়া যান্ত্রিক তো আছেই। যান্ত্রিক এ ডায়াল করুন। মুহূর্তেই আমাদের সার্ভিস টিম আপনার কাছে চলে যাবে এবং সঠিক সমাধান টি দিয়ে দেবে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest

Leave a Reply

Your email address will not be published.

Some Recent Posts

Basic Vehicle Maintenance

Fire extinguisher for a vehicle

টেম্পারেচার এমনিতেই অনেক গরম। তার উপর জ্যাম জ্যালি লেগেই আছে ঢাকা জুড়ে। আর এই গরমেই ইদানিং কিছু দুর্ঘটনা দেখা যাচ্ছে। সেটা হল, গাড়িতে আগুন লেগে

Read More »
Car

Hybrid Car

বর্তমান বিশ্বে ইলেকট্রিক কার (Electric Car) এর জয়জয় কার চলছে। সম্প্রতি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা (Tesla) তাদের ইলেকট্রিক কার এর মাধ্যমে দীর্ঘদিন ধরে রাজত্ব করে

Read More »
Brand

Toyota 2TR-FE

2TR-FE এমন একটি ইঞ্জিন যা খুব সফলতার সাথে Toyota  3RZ-FE  এর জায়গা নিতে পেরেছে। TOYOTA যদিও এটাই চেয়েছিল এবং সেভাবেই ইঞ্জিন টিকে প্রস্তুত করেছে। তাই

Read More »